1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল

  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এগিয়ে যাওয়ার দুই মিনিট পর সমতায় ফিরল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধে সাদামাটা ফুটবল খেলল দুই দলই। তবে কোয়ার্টার-ফাইনালে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে এড়ানোর স্বস্তি সঙ্গী হলো শেখ রাসেলের। শেখ জামাল পেল কঠিন সেই পথ।

রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে দুই ম্যাচই ১-১ ড্র হয়েছে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা শেখ রাসেল। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ শেখ জামাল।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা আগেই হয়েছিল কিংস। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে ২০১৩ সালের রানার্সআপ শেখ জামালকে।

প্রথমার্ধের খেলায় গতিময় ফুটবল খেলেছে দুই দলই। ২৬তম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। মাঝমাঠ থেকে রাহবার ওয়াহেদ খানের পাস নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে ওঠেন শাহিন মিয়া। প্রতিপক্ষের ডিফেন্ডাররা কেউ চার্জ না করায় এগিয়ে যাওয়ার পথ পেয়ে যান তিনি। বক্সের উপর থেকে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন শেখ জামালের এই ডিফেন্ডার।

দুই মিনিট পরই সমতার স্বস্তি ফিরে শেখ রাসেল শিবিরে। মাঝমাঠ থেকে আক্রমণে ওঠা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন মাচাদো দে সৌজা রোজার থ্রু পাস ছুটে এসে স্লাইড করেও আটকাতে পারেননি গোলরক্ষক মোহাম্মদ নাঈম। নিখুঁত কোনাকুনি শটে ফাঁকা পোস্টে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড ইসমায়েল রুতি তাবারেজ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না কেউই। ফলে স্কোরলাইনেও পরিবর্তন আসেনি।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে ১-১ ড্র করে উত্তর বারিধারা। এই ম্যাচের ফলে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হওয়ার আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যায় শেখ জামালের।

তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ বিমানবাহিনীর।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..