বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১১ অপরাহ্ন
বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদে আ’লীগের মনোনিত নৌকা প্রতীক নিধারণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় জানান, নৌকার জন্য উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় ৩৪ জন নৌকার জন্য দলের কাছে মনোনয়ন চান। এর মধ্যে বাছাই করে ১নং মির্জাপুর ইউনিয়নে অপূর্ব দেব, ২ নং ভুনবীর ইউনিয়নে মো. আব্দুর রশীদ. ৩ নং সদর ইউনিয়নে মো. আবুতালেব বাদশা, ৪ নং সিন্দুরখান ইউনিয়নে মো. আব্দুল্লা আল হেলাল, ৫ নং কালাপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, ৬ নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর, ৭ নং রাজঘাট ইউনিয়নে বিজয় বুনার্জী, ৮নং কালিঘাট ইউনিয়নে প্রাণেশ গোয়ালা ও ৯ নং সাতগাঁও ইউনিয়নে দেবাশিষ দেব রাখুু কে কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়।