বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জে কোভিড-১৯ করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় ডোজ ভ্যাক্সিন গ্রহন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় ১ম ডোজ ও ২য় ডোজ এক সাথে চলছে। ২য় ডোজ ভ্যাক্সিন নেয়ার সময় কেন্দ্র পরিবর্তন করা যাবে না। ভ্যাক্সিন গ্রহনে সিভিল সার্জন কার্যালয় থেকে ১১টি নির্দ্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা আসে এবং ২য় ডোজে আরও ৪৫ হাজার ভ্যাক্সিন বরাদ্দ রয়েছে মৌলভীবাজার জেলার জন্য।