বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৫০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:: মৌলভীবাজারে লাল সবুজের পতাকাবাহী বিজয় শোভাযাত্রাসহ নানা আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের যৌথ আয়োজনে আজ সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠন। পরে লাল সবুজের পতাকাসহ বিভিন্ন ফেন্টুন নিয়ে বর্ণাঢ়্য বিজয় শোভাযাত্রা শহরে বের হয়। এতে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। বিজয় শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।