শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ : শ্রীমঙ্গলে কোভিড-১৯ করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের মাধ্যমে কোভিড ১৯ ভ্যাক্সিন এর ২য় ডোজ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের এমপি, বাংলদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।
উল্লেখ্য প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা আসে এবং ২য় ডোজে আরও ৪৫ হাজার ভ্যাক্সিন বরাদ্দ রয়েছে মৌলভীবাজার জেলার জন্য।