বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র ২৯ বছরে পদার্পণ উপলক্ষে নিসচা উপজেলা শাখার সপ্তাহব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বুধবার মাদ্রাসার সুবিধাবঞ্চিত ছাত্রকে উপহার স্বরূপ উন্নতমানের জ্যাকেট প্রদানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর শহরের জামিয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ ইমাম উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, সদস্য এনাম উদ্দিন প্রমুখ।