রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সিলেট অফিস: শহরতলীর বালুচরে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ অন্যদিকে সড়ক ও নালা-নর্দমাগুলোর বেহাল দশা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয়রা বিভিন্ন মহলে বার বার দৌঁড়ঝাঁপ করেও আশ্বাসের ফুলঝুড়ি ছাড়া কিছুই মিলেনি। সিলেট সদর উপজেলার টুলটিকর ইউপির বালুচর আল-ইসলাহ বড়বাড়ী পশ্চিম রোড হিসেবে পরিচিত এটি। রাস্তার দু’ই পাশে রয়েছে প্রায় অর্ধ্ব শতাধিক বাড়িঘর।
এই রাস্তা দিয়ে পথচারীরা যখন যান,তখন নাখ চেপে ধরে যেত হয়। বর্ষা মৌসুমে নর্দমার কালো পানিতে ডুবে যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম বিপাকে। তাছাড়া একটু বৃষ্টি হলেই নর্দমার পানিতে সড়কটি নষ্ট হয়ে যায়। এতে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নানা রকম চর্ম রোগে।
রাস্তার পাশে মুছব্বির মিয়া নামে এক জনৈক ব্যক্তির গুরুর খামারের সকল ময়লা এই রাস্তার পাশ দিয়েই ভাসিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের তথ্যমতে প্রায় ৩বছর থেকে বেহাল এই দশায় ভ‚গতে হচ্ছে স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা জালাল আহমদ ও আকবর মিয়া জানান,রাস্তা দিয়ে যাতায়াত করার সময় নাখ চেপে ধরে যেতে হয়। মুছব্বির মিয়ার গরুর খামারের গোবর ও ময়লাগুলোও রাস্তার পাশ দিয়ে ভাষিয়ে দেওয়া হয়। খোলা জায়গায় ময়লা পড়ে থাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, যা পথচারীদের ভোগান্তিতে ফেলছে।
প্রায় ৩মাস পূর্বে সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নও সিলেট সিটি কর্পোরেশনের অর্ন্তভ‚ক্ত হয়। নর্দমার দুগন্দ থেকে রক্ষা পেতে চলতি বছরের ১৫ নভেম্বর সিেেলটের জেলা প্রশাসক,পরিবেশ অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশন বরাবরে লিখিত একটি অভিযোগ দিয়েছেন বালুচর আল-ইসলাহ এলাকার বাসিন্দা ইদরিছ আলীর ছেলে আরাফাত আলী। এ বিষয়ে সিলেট সদর উপজেলার টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেনের সাথে যোগাযোগ করা হলে ময়লা ও দুর্গন্ধ বিষয়টি নিশ্চিত করে বলেন,আমার কাছে কয়েকবার এলাকার লোকজন এ বিষয় এসেছিলেন। তিনি বলেন-বড় বাড়ি রোডের পাশে একটি গরুর খামার রয়েছে। খামারটা অন্যে জায়গায় সরিয়ে নিলে দুর্গন্ধ কম লাগত।