শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস কাজ করছেন বেশ কিছু নতুন সিনেমায়। এরই মধ্যে শেষ করেছেন কয়েকটি ছবির শ্যুটিং। এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বেশ কিছু পণ্যের।
ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সেই কথাই জানান জনপ্রিয় এই তারকা। তিনি আরও বলেন, ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ‘ছায়া বৃক্ষ’ সিনেমার শ্যুটিং শেষ হয়ে গেছে। ‘ঈশা খা’ সিনেমার ডাবিং সহকারে সমস্তকাজ শেষ হয়ে গেছে। এবং আরও বেশ কিছু কাজের ব্যাপারে কথা হচ্ছে। তিনি আরও বলেন, ‘সবকিছু মিলিয়ে ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটা বিগ বাজেটের একটি সিনেমা। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশী আশাবাদী। আর বাকিটা দর্শকের উপর ছেড়ে দিয়েছি।’
জনপ্রিয় এই নায়িকা প্রায় নব্বইটির মতো সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়ে গেছে অধরা। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘হয়তো জুরিবোর্ডের সদস্যরা আমার অভিনয় অত পছন্দ করেননি। তাই তারা আমাকে পুরস্কার প্রদানের কথা ভাবেননি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেক বেশি সম্মানের। অভিনয় জীবনে এ ধরনের স্বীকৃতির প্রয়োজন আছে। এখন যেসব সিনেমায় অভিনয় করছি, সেগুলোর কোনোটি হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আসবে। আমি আশাবাদী।’