শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্কে প্রস্তাবিত ক্যাবল কার স্থাপন প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের প্রতিবেদন প্রণয়নে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন বন অধিদপ্তর নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের (বুয়েট) পরিবেশ ও সামাজিক প্রকৌশলী মোহাম্মদ নূরুল আলম সিদ্দিক। শনিবার দুপুরে মাধবছড়া বীট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস।
বীট কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ নূরুল আলম সিদ্দিক, সাংবাদিক আব্দুর রব, মাধবকুন্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, ইউপি মেম্বার ইসলাম উদ্দিন, নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুর রব, সুখজিৎ সিংহ, আদিবাসি রিভিশন ডিকার প্রমুখ।
জানা গেছে, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাতের সৌন্দর্য উপভোগে ভ্রমন পিপাসুরা সারা বছরই সেখানে ভিড় জমান। মাধবকুন্ডের আশপাশের উঁচু-নিচু সবুজ পাহাড়, বন বাদাড়ের জীবজন্তু, পাহাড়ি ছড়া, খাসিয়া পল্লী, চা বাগান, গহীণ অরণ্যসহ অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুব্যবস্থা না থাকায় পর্যকটদের জলপ্রপাত দেখেই ফিরে যেতে হয়। এদিক বিবেচনায় বন মন্ত্রণালয় মাধবকুন্ডের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের ব্যবস্থা নিতে ইকোপার্ক এলাকায় ক্যাবল কার স্থাপনের উদ্যোগ নিয়েছে।