1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

উলভারহ্যাম্পটনকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল ম্যান সিটি

  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫০৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : প্রথমার্ধে বিবর্ণ ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াল বিরতির পর। প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা কাজে লাগাল দারুণভাবে। বিতর্কিত পেনাল্টি থেকে রাহিম স্টার্লিং স্পর্শ করলেন প্রিমিয়ার লিগে একশ গোলের মাইলফলক। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।

প্রথমার্ধে বল দখলে অনেক এগিয়ে থাকলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ১০ম মিনিটে আসে প্রথম সুযোগ। জোয়াও কানসেলোর পাসে উড়িয়ে মেরে হতাশ করেন বের্নার্দো সিলভা। ২০তম মিনিটে কানসেলোর পাস ধরে ইলকাই গিনদোয়ানের শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। ৩৮তম মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে ডি-বক্সে ডিফেন্ডার এমেরিক লাপোর্তের হেড লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় উলভারহ্যাম্পটন। ৩১ সেকেন্ডের মধ্যে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেস।

৫৫তম মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। কাছ থেকে গিনদোয়ানের হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে হেডেই ক্লিয়ার করেন ইংলিশ ডিফেন্ডার কনর কোডি। ৬৩তম মিনিটে সিলভার ক্রস জোয়াও মৌতিনিয়োর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেশ কয়েকবার রিপ্লে দেখে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বহাল রাখেন সিদ্ধান্ত। যদিও মনে হচ্ছিল, বল মৌতিনিয়োর কনুইয়ের অনেকখানি ওপরের দিকে লাগে।

সফল স্পট-কিকে প্রিমিয়ার লিগে নিজের শততম গোলটি করেন স্টার্লিং, ৩০৪তম ম্যাচে।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। ডান দিক থেকে ডি-বক্সে স্টার্লিংয়ের পাসে কাছ থেকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন গ্রিলিশ। দুই মিনিট পর সিলভার শট ঠেকান গোলরক্ষক। ৮০তম মিনিটে দুরূহ কোণ থেকে গাব্রিয়েল জেসুসের শটও কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।

শেষ দিকে প্রতিপক্ষের হেডে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন সিটির গোলরক্ষক এডেরসন।

১৬ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৩৮।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..