রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের পৌর এলাকায় করোভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পৌর এলাকার দ্বারকের ও অন্যজন পশ্চিম ধরকাপন এলাকার বাসিন্দা।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে নিজামুল ইসলাম (ডালুন) সিলেটের শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের মামাতো ভাই মৌলভীবাজার সাইক্লিং কমিটির মডারেটর ইমন আহমেদ। শহরের দ্বারক জামে মসজিদ সংলগ্ন মাঠে নিজামুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, পশ্চিম ধরকাপনের বাসিন্দা ব্যবসায়ী মাসুক মিয়া বুধবার সিলেটের শামসুদ্দিন হাসপাতালে মৃত্যবরণ করেছেন। তিনি ওই এলাকার ইনছান উল্লার ছেলে।
মাসুক মিয়া গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জানাজা শেষে বুধবার রাত সাড়ে ১০টায় পশ্চিম ধরকাপন এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে তাকরীম ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ জানান, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের নির্দেশনায় মৃত ব্যক্তিদ্বয়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন তিনি।
উল্লেখ্য, সর্বশেষ মৌলভীবাজারে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলার আরও ২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১১ জনে। সরকারি হিসেব অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা ২৪ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন।