মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি গ্রামে যাওয়ার সময় মার্কিন সেনাদের গতিপথ আটকে দিয়েছে স্থানীয় লোকজন। অবস্থা বেগতিক দেখে মার্কিন সেনারা সেখান থেকে পিছু হটে যায়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে মার্কিন সেনাদের তিনটি গাড়ির বহর কামিশলি শহরের দক্ষিণ-পূর্বে আল-মাতিনিয়া গ্রামে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয় লোকজন বহরের গতিপথ আটকে দেয়। উপায়ান্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সে পথেই ফিরে যায়।
সানা জানিয়েছে, মার্কিন বহর লক্ষ্য করে গ্রামবাসী পাথর ছুঁড়ে মারে এবং এতে একটি গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। মার্কিন বহরের সঙ্গে আমেরিকা সমর্থিত কুর্দি গেরিলাদের কয়েকটি গাড়ি ছিল।
এদিকে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে আরব উপজাতিদের হামলার পর সেখানে মার্কিন সেনারা ও তাদের সমর্থিত কুর্দি গেরিলারা আল-বুসাইরা শহরে কারফিউ জারি করেছে।
রাশিয়ার স্পুৎনিক নিউজ এজেন্সি জানিয়েছে, কুর্দি এসডিএফ গেরিলারা আরিবাহ গ্রামে অভিযান চালিয়ে কয়েকজন আটক করেছে। গ্রামটি আল-বুসাইরা শহরের কাছে অবস্থিত। স্থানীয়রা জানিয়েছেন, এসডিএফ গেরিলারা শহরজুড়ে স্নাইপার রাইফেল বসিয়েছে, কেউ শহর থেকে বের হলেই গুলি করা হবে।