বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থানা পুলিশের একটি দল প্রযুক্তি সহায়তায় হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলং গুচ্ছ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন পাবই (গাজী টিলা) এলাকার দুলাল মিয়ার ছেলে জুয়েল মিয়া ও আব্দুর রহিম কুটিম।
বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়। তিনি জানান, প্রযুক্তি সহায়তায় কুলাউড়ার পাবই (গাজী টিলা) এলাকায় গত ২ নভেম্বর ক্যারাম খেলা নিয়ে ফয়সল মিয়ার লোকজন একই এলাকার রশিদ মিয়ার ছেলে ছাব্বির আলীরকে (১৭) পিঠিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা রশিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।