সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সরকারি কাজে কাগজপত্রের ব্যবহার আর দেখা যাবে না সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বিশ্বের প্রথম দেশ হিসেবে কাগজবিহীন সরকারে পরিণত হলো শহরটির প্রশাসন।আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম জানান, এ সিদ্ধান্তের ফলে সাড়ে তিনশ মিলিয়ন ডলার ব্যয় কমে আসবে। বাঁচবে কর্মঘণ্টাও। এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দৈনন্দিন জীবনের সব স্তরে ডিজিটাল সেবা পাওয়ার ক্ষেত্রে শহরটি আরও একধাপ এগিয়ে গেছে।তিনি বলেন, এখন থেকে সরকারি একটি সার্ভিস প্ল্যাটফর্ম থেকে শতভাগ ডিজিটাল উপায়ে সব ধরনের লেনদেন পরিচালিত হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ সরকারি কাজে ডিজিটাল সেবা আরো বড় করার পরিকল্পনা নিলেও সাইবার নিরাপত্তা নিয়ে অনেকের শঙ্কার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।