রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সঙ্গী স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও দলের সঙ্গে যাওয়ার পর থেকে অন্যদের মতো তিনি এখনো কোয়ারেন্টিনে আছেন।
তাসমান পাড়ের দেশটিতে যাওয়ার পর বাংলাদেশ দলের সবাই দুবার করোনা পরীক্ষা করেছেন। সেই দুবারই সবাই নেগেটিভ ছিলেন। তবে তৃতীয় পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন হেরাথ। করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে আরও।
এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়।
এদিকে বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড পৌঁছায়, সেখানে একজন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পর তার আশপাশে বসা বাংলাদেশ দলের ৯ জনেরও আইসোলেশন বেড়েছে। আইসোলেশনে থাকার সময়ে এ কয়জন জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।
এই নয়জনকে বাদ দিয়ে কাল প্রথমবারের মতো জিমনেসিয়ামের সুবিধা ব্যবহার করেছেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা।