1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় নানা আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ব্যতিক্রমী নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিদ্যালয় শহিদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম, উপজেলা ভূমি অফিস, বড়লেখা থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, পল্লীবিদ্যুৎ সমিতি, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়লেখা প্রেসক্লাব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড, কাব, স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নৃত্য, নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..