বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
জয়নাল আবেদীন :: মৌলভীবাজারের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরাল এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় এ স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন হয়।
রাধাশ্যাম পালের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বক্তব্য রাখেন, মিরতিংগা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ বর্মণ, ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী, প্রধান শিক্ষক সুজিত দেবনাথ, চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, বাগান পঞ্চায়েত ও চা শ্রমিকবৃন্দ।