রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম হতে সরাসরি সংযুক্ত হয়ে প্রায় এক হাজার ৪শত মানুষ সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর আমন্ত্রণে এ সময় মৌলভীবাজার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,মৌলভীবাজার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলবীবাজার জেলা পরিষদ আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবৃন্দ,চা শ্রমিকগণ,কৃষক-মৎস্যজীবীসহ সমাজের সকল শ্রেণি-পেশা-সর্বস্তরের মানুষ৷
এছাড়া, সদর ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৬টি স্থানে বিপুল সংখ্যক লোক এই শপথ গ্রহণে অংশগ্রহণ করে৷৬৭টি ইউনিয়নের ৬৭টি স্থানেও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷