রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ১৮ ডিসেম্বর। মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব ফয়জুল করিম ময়‚ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় সভার শুরুতে সদ্য প্রয়াত আয়কর আইনজীবী মঞ্জু লাল দেবনাথের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। রিপোর্ট উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, এবং অর্থ রিপোর্ট উপস্থাপন করেন- কোষাধ্যক্ষ এডভোকেট মির্জা ছয়ফুদ্দিন বেগ। এসময় রিপোর্টের উপর আলোচনা করেন- আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট মগুনু মিয়া, আয়কর আইনজীবী বদরুল হোসেন, এডভোকেট বদরুল হোসেন চৌধুরী, এডভোকেট ভুষনজিৎ চৌধুরী মিলন,এডভোকেট কমলেন্দু ভট্টাচার্য, এডভোকেট মির্জা ছয়ফুদ্দিন বেগ, এডভোকেট আবু বক্কর, আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রম‚খ। সভা শেষে ২০২২ সালের জন্যে সভাপতি- আয়কর আইনজীবী ফয়জুল করিম ময়‚ন, সাধারন সম্পাদক – এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, কোষাধ্যক্ষ- এডভোকেট মির্জা ছয়েফ উদ্দিন বেগসহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ আইনজীবী এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত ।