বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ওপার বাংলার টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। তিনি এখন সিনেমার নায়িকাও বটে। মধুমিতাকে ইনস্টাগ্রামে ফলো করেন বরুণ ধাওয়ানও। পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে মধুমিতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক তখনই নিজের ইনস্টাগ্রামে মধুমিতা সরকার পোস্ট করলেন একটি ভিডিও।সেখানে র্যাপ গানের সঙ্গে লিপসিঙ্ক করতে দেখা যায় তাকে। আর সেই র্যাপ গানের কথাতেই ধরা পড়ল, লড়াই করে বেঁচে থাকার কথা।
এমন একটি গানের ভিডিও কেন পোস্ট করলেন মধুমিতা? পোস্ট করে মধুমিতা লিখলেন, ‘এই তো আমার দেশ, মুখটা খুললেই শেষ এই তো আমার দেশ, মুখটা খুললেই শেষ।ভারতীয় গণমাধ্যমের খবর, পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে মধুমিতা-পরমব্রতের নতুন ছবি ট্যাংরা ব্লুজ। পরিচালক সুপ্রিয় সেন৷ ইতিমধ্যেই এই ছবির ট্রেলার নজর কেড়েছে৷ অনেকে তো এই ছবিকে টালিউডের ‘গল্লিবয়’ বলছেন। তবে এই ছবি রণবীর-আলিয়া গল্লিবয় থেকে একেবারেই ভিন্ন। কলকাতার বুকে এক টুকরো বস্তি। আর সেখানেই তৈরি হওয়া এক মিউজিক ব্যান্ডকে নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। জানা গেছে, এই ছবির প্রোমোশন করতেই নিজের ইনস্টাগ্রামে এই র্যাপ গানের ভিডিও শেয়ার করেছেন মধুমিতা।