মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। মুক্তির পরও তার ব্যতিক্রম ঘটেনি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।
ইন্ডিয়ান বক্স অফিস জানিয়েছে, শুক্রবার সিনেমাটি আয় করেছে ৪৭ কোটি রুপি, শনিবার ৩৪.২৫ কোটি রুপি, রোববার ৩৮.৫০ কোটি রুপি। তিন দিনে যার মোট আয় দাঁড়ায় ১১৯.৭৫ কোটি রুপি।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। রাশমিকা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।
‘পুষ্পা : দ্য রাইজ’ ১৭ ডিসেম্বর তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছে।