সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধিনতা যুদ্ধেও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ (২১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্টিত হয়। জেলা অফিসের সহকারি পরিচালক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
শহীদ স্বরনে আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জসীম উদ্দিন, যুব কো-অডিনেটর রোকসানা আক্তার প্রমুখ । আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধের চলচিত্র প্রদর্শন করা হয় ।