সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:৪৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে এর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার দু:স্থ-অসহায় জনগোষ্ঠী পরিবারের মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ‘সুদমুক্ত ঋণ জাগরণী সপ্তাহের’ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন সমাজকর্মী মো. আব্দুল খালিক এর পরিচালনায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর।
পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ৮২ জন নারী-পুরুষদের মাঝে ১৬ লাখ ৬০ হাজার টাকার ‘সুদমুক্ত ঋণ’ এর চেক বিতরণ করেন।