শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বাংলাদেশি একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার সঙ্গে মডেল হিসেবে আছেন বাংলাদেশের নিরব। বাংলাদেশের কোনো কাজে এটি মিমির প্রথম অংশগ্রহণ।
নিরব বলেন, ‘তুই আর আমি’ গানের শুটিং হয়েছে ভারতের রাজস্থানে। দুই দিন ধরে গানটির শুটিং করেছি সেখানে। শুটিং করতে গিয়ে অনেক মজার স্মৃতি জমা হয়েছে।’
‘তুই আর আমি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি। পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব। গানটির কথা ও সুর রচনা করেছেন কৌশিক হোসেন তাপস। টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হবে।