সোমবার, ০৫ জুন ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: সবসময় নিজেকে পর্দায় নতুন রূপে হাজির করতে ভালোবাসেন অভিনেত্রী রাইমা সেন। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত দেখা যায় তাকে। আবারো নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই সুন্দরীকে।
গল্পে দেখা যাবে, মানসিক সমস্যার শিকার হয় একটি মেয়ে। এ ঘটনায় বিপাকে পড়ে তার পুরো পরিবার। তার সাহায্যে এগিয়ে আসে এক মনস্তত্ত্ববিদ। কিন্তু মনের অসুখের নেপথ্যে ঘনিয়ে ওঠে এক রহস্য। এমনই এক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে ওয়েব সিরিজ আসছে চলেছে জি ফাইভে।
মেয়েটির চরিত্রে রাইমা সেন, মনস্তত্ত্ববিদের ভূমিকায় থাকছেন বিক্রম চট্টোপাধ্যায়। এটি পরিচালনায় রয়েছেন সায়ন্তন ঘোষাল।
সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি। রাইমা ও বিক্রম এর আগে ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন।
তবে এই প্রথম একসঙ্গে কাজ করবেন কোনো সিরিজে। আগামী জানুয়ারি মাসে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং।