সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা জাতীয় পার্টি। আহমেদ রিয়াজকে সভাপতি, শাহাব উদ্দিনকে সহসভাপতি, বাবরুল হোসেন রিয়াজকে সাধারণ সম্পাদক, আসাদ উদ্দিন হাসানকে যুগ্ম সাধারণ সম্পদক, সুলেমান আহমদকে সাংগঠনিক সম্পাদক, রোকসানা বেগমকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়াকে আইন বিষয়ক সম্পাদক ও অ্যাডভোকেট আফজল হোসেনকে এক নম্বর সম্মানিত সদস্য করে গঠিত ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে বৃহস্পতিবার অনুমোদন প্রদান করেছেন জেলা জাতীয় পার্টির আহŸায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন।
পূর্নাঙ্গ কমিটির অন্যরা হলেন- সহসভাপতি জাহিদ উদ্দিন, মাকসুদুর রহমান পারভিন, সুনাম উদ্দিন, শহিদ উদ্দিন, জামাল উদ্দিন শুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ বাদশা, এসএ সিদ্দিকী মুন্না, সমছ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, মাসুদ আহমদ, অর্থ সম্পাদক মুফচ্ছিল আলী, যুগ্ম অর্থ সম্পাদক তাজ উদ্দিন তাজেল, প্রচার সম্পাদক আব্দুন নুর, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সেলিম উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. রুয়েল কামাল প্রমুখ।
জেলা জাতীয় পার্টির আহŸায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন লাভের সত্যতা নিশ্চিত করেন।