সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ছেলের মুক্তির দেড় মাস পর শুটিংয়ে যোগ দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
বুধবার (২২ ডিসেম্বর) শুটিংয়ে যোগ দিয়েছেন শাহরুখ খান। এদিন মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার মুম্বাইয়ে এক বিজ্ঞাপনের শুটিং সেটে দেখা গেছে শাহরুখকে।
বাড়ি থেকে এতো দিন বের না হলেও গত সপ্তাহে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শাহরুখ। যেখানে তার চোখে-মুখে চিন্তার ছাপ দেখা গেছে।
ছেলে আরিয়ান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর সব কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ। পুরো অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত আর ঘুমহীন রাত কাটিয়েছেন এই অভিনেতা। প্রায় এক মাস জেলে থাকার পর ছেলে বাড়ি ফিরলেই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন শাহরুখ।