সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় খিস্ট্রান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে উপজেলার ৪৬টি গীর্জায় প্রতিটিতে ৫০০ কেজি করে সর্বমোট ২৩ মেট্টিক টন জি.আর চাল প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ চাল বরাদ্দ দিয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। সভায় সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পুঞ্জিপ্রধান (মান্ত্রী) সুখমন আমসে, দীপক এন্ডু কস্তা, কেনেডি সুমের প্রমুখ।