সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি: সিলেটে বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতু গ্রামের পার্শবর্তী হাওরে এ ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া জাতুগ্রামের মকদ্দস আলীর ছেলে। এ ঘটনায় ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন আহত হয়েছেন। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, জাতু গ্রামের আব্দুস ছোবহানের মালিকানাধীন কিছু জমিতে বর্গা বোরো ধান চাষ করেন ময়না মিয়া। শুক্রবার দুপুরে জমির মালিক আবদুস সোবহান ও কৃষক ময়না মিয়া ধান ভাগাভাগির জন্য হাওরে যান। এসময় ধানের ভাগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে আবদুস ছোবহান ও তার পক্ষের লোকজন হামলা চালালে ঘটনাস্থলেই ময়না মিয়া মারা যান। আহত হন ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, নিহত ময়না মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।