মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখার দাসের বাজার ইউনিয়নে এক রাতে ৪ বাড়ির দশটি গরু চুরি হয়েছে। এতে এলাকায় বিরাজ করছে আতংক। এব্যাপারে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। শনিবার বিকেলে চুরি হওয়া বাড়িগুলো পরিদর্শন করেছেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
জানা গেছে, ইউপির ইউপির গুলোয়া গ্রামের এবাদুর রহমানের বাড়ি থেকে ৩ টি, গোবিন্দপুর গ্রামের ফনি ভুষন দাসের বাড়ি থেকে ৩ টি, স্বপন দাসের বাড়ি থেকে ১ টি ও দক্ষিণ লঘাটি গ্রামের শংকু দাসের বাড়ি থেকে ৩ টি গরু রাতের আধারে চোরেরা চুরি করেছে। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ভোর ৫ টার দিকে গরু চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা ধারণা করছেন ।
এলাকাবাসী জানান, সম্প্রতি গরু চোরদের উপদ্রব বেড়েছে। তারা নানা কৌশলে গোয়ালঘরের তালা ভেঙ্গে লঙ্গর কেটে গরু নিয়ে পালিয়ে যায়। এতে এলাকাবাসীর মাঝে গরু চোর আতংক বিরাজ করছে।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অভিযোগ পেয়ে চুরি হওয়া গরুর মালিকদের বাড়ি পরিদর্শন করেছি। এলাকা বাসীকে নিয়ে রাতে পাহারার ব্যবস্থা নেওয়া হচ্ছে।