শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করে চলেছেন। বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমার পায়ে চোট দেওয়া হয়েছে। এবার খুন করার প্ল্যান করবেন।
বর্ধমান জেলায় আজ শুক্রবার নিজের নির্বাচনী সভায় এসব কথা বলেন মমতা। রাজনীতিতে মমতার এ অভিযোগের সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ শনিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের চতুর্থ দফা। তার আগে স্বয়ং তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।