সোমবার, ০৫ জুন ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী মিয়ানমারে নিখোঁজ হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের কায়াহ রাজ্যে দুটি গাড়িতে সেনাবাহিনী আগুন দিয়ে ৩০ জনকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে সংস্থাটি।
হতাহতের একদিন পর সেভ দ্য চিলড্রেন তাদের দুই কর্মী নিখোঁজের দাবি জানাল।
বিপরীতে মিয়ানমার সামরিক বাহিনীর দাবি, তারা একদল সশস্ত্র বাহিনীকে হত্যা করেছে।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে ক্ষমতাসীন অং সান সুচির দলকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর পর থেকে দেশটিতে অস্থিরতা চলছে। স্থানীয় পর্যবেক্ষন সংস্থার দাবি এর পর থেকে দেশটিতে ১৩০০ এর বেশি মানুষ মারা গেছে।