মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ)-এর ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. মাহবুব রেজা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান , বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ।
সাধারণ সভায় সংগঠনের কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান আমিন ২০২১ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্হাপন করেন এবং ২০২২ সালের বাজেট পেশ করেন।
এ সময় দেশের ১৬৭ টি চা বাগান থেকে আগত দুই সহস্রাধিক স্টাফ ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।