বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : আইসোলেশনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রবিবার নিজ বাড়িতে আইসোলেশনে যান তিনি। এর আগে তার ১৪ বছর বয়সী কন্যার করোনা শনাক্ত হয়। এর পরই জনসমাগম এড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
নাফতালি বেনেটের দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী কাজে দেওয়ার জন্য কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ পরীক্ষার ফলে করোনা নেগেটিভ এলেই কাজে যোগ দেবেন তিনি।
কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই বেনেট কন্যার করোনা শনাক্ত হলো। খবর পেয়েই তিনি নিজ বাসার উদ্দেশে যাত্রা করেন।
করোনা শনাক্ত হওয়া নাফতালি বেনেটের কন্যা অবশ্য আগেই ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। তবে তার শরীরে ওমিক্রন বা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে কিনা সেটি জানানো হয়নি।