সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে সোমবার সকালে শ্রীমঙ্গল নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মো: তাহের আলী ছব্দর। লিখিত অভিযোগে তাহের আলী ছব্দর জানান, তার নির্বাচনী এলাকায় তার টিউবল মার্কার পোষ্টার লাগানোর পর রাতের আধারে অজ্ঞাত একটি চক্র তা ছিড়ে ফেলছে। তিনি জানান, এতে সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্টের সম্ভাবনা রয়েছে। তিনি নির্বাচনের দিন ও নির্বাচন পূর্ববর্তী সময়ে তার এলাকায় ও ভোট সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী বৃদ্ধির আহবান জানান।