শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে সামিরক বাহিনীর হামলায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক ওই সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে হামলার পর থেকে ওই দুই কর্মী নিখোঁজ ছিলেন বলে জানিয়েছিল সংস্থাটি।
গত শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি হামলায় নিহত ৩৫ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করে সেভ দ্য চিলড্রেন। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ওই হামলায়ই নিহত হন সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী। এই হামলা ও প্রাণহানির জন্য সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনীকে দায়ী করেছে আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, হামলার সময় ইস্টার্ন কায়াহ প্রদেশে সেনা সদস্যরা মানুষজনকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে। এরপর কাউকে কাউকে গ্রেফতার করে। আবার অন্যদের হত্যা করে তাদের শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরা থাকলেও মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, তারা ওই এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে।
আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে সামিরক বাহিনীর হামলায় নিহত তাদের দুই কর্মী সম্প্রতি নতুন বাবা হয়েছিলেন। তারা উভয়েই শিশু শিক্ষা নিয়ে কাজ করতেন। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, উভয় কর্মীই মানবিক কাজে অংশ নেওয়ার পর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সেনাবাহিনীর হামলা ও হত্যাকাণ্ডের শিকান হন তারা।
সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইঙ্গার আশিং এক বিবৃতিতে বলেছেন, ‘ত্রাণ কর্মীসহ নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা অসহনীয় এবং কাণ্ডজ্ঞানহীন। এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে লংঘন করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; মিয়ানমারের জনগণকে ক্রমবর্ধমান হামলায় লক্ষ্যবস্তু করা হচ্ছে। আর তাই অবিলম্বে এসব ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
অবশ্য মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, সেনা সদস্যরা ‘সন্দেহজনকভাবে’ চলাচলকারী ৭টি গাড়িকে থামানোর চেষ্টা চালালে তাদের ওপর হামলা চালানো হয়। সামরিক বাহিনীর মুখপাত্র জ মিন তুন ফরাসি সংবাদমাধ্যমকে জানান, হামলার শিকার হওয়ার পর সংঘর্ষের সময় সৈন্যরা কয়েকজনকে হত্যা করে।
কারেন জাতীয় নিরাপত্তা বাহিনী নামে পরিচিত ওই অঞ্চলের একটি সরকারবিরোধী মিলিশিয়া দল জানিয়েছে, গত শুক্রবার সামরিক বাহিনীর সদস্যদের হাতে যারা নিহত হয়েছেন তারা মিলিশিয়া সদস্য নন, তারা মূলত পলায়নরত বেসামরিক মানুষ।