রবিবার, ২৮ মে ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে ১২১টি বন্দুক থাকে। সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এমন দেশের তালিকায় শীর্ষে এই দেশ৷
আমেরিকায় বন্দুকধারীর হামলার মতো পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে। এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে আমেরিকার বিভিন্ন সংগঠন। অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল।
আমেরিকায় পরেই ইয়েমেন। ১০০ জনের কাছে গড়ে ৫৩টি বন্দুক থাকে সেখানে৷ এমনিতে সব দেশেই গোপনে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ কাউকে অস্ত্র বহন করতে হলে তা দৃশ্যমান থাকতে হবে, লুকিয়ে রাখা যাবে না। এমনকি এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যেতে চাইলে সেই অঙ্গরাজ্যের অনুমতি লাগবে।
সার্বিয়া এবং মন্টেনেগ্রোতে ১০০ জনের কাছে গড়ে ৩৯টি বন্দুক পাওয়া যায়। আর কানাডায় ১০০ জনের কাছে ৩৫টি বন্দুক থাকে।
আমেরিকার তুলনায় কানাডার অস্ত্র আইন অনেকটাই কঠোর। এক বিবৃতিতে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার আইন ভিন্ন।
ফিনল্যান্ডে প্রতি ১০০ জনের কাছে গড়ে ৩২ টি বন্দুক আছে। সম্প্রতি একটি কারিগরি স্কুলে এক ছাত্রের বেপরোয়া গুলি চালানোর ঘটনার পর সে দেশের প্রধানমন্ত্রীও অস্ত্র আইন কঠোর করার আহ্বান জানিয়েছেন।
লেবাননে প্রতি ১০০ জনের কাছে ৩২টি, অস্ট্রিয়াতে ৩০টি, নরওয়েতে ২৯টি এবং সুইজারল্যান্ড ২৮টি বন্দুক থাকে।
সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সমীক্ষায় দশম স্থানে একই সঙ্গে রয়েছে জার্মানি, ফ্রান্স এবং ইরাকের নাম। এসব দেশে প্রতি ১০০ জনের কাছে ২০টি বন্দুক থাকে৷