সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ‘ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা আইসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই বীর মুক্তিযোদ্ধাকে আইসিইউতে নেয়া হয়েছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক, প্রযোজক এবং পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। উনার শারীরিক অবস্থা ভালো নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।’
তার ছোট ভাই চিত্রনায়ক রুবেল বলেন, ‘ভাইয়ার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল যেটা কেবিন থেকে দেয়া সম্ভব হচ্ছে না, তাই তাকে আইসিইউতে নেয়া হয়েছে। এখন তিনি অবজারভেশনে থাকবেন। আমি ঘণ্টায় ঘণ্টায় চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। তারা সব ধরনের চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন।’
সোহেল রানা ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হসপিটালে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন তিনি।
সে সময় রুবেল জানিয়েছিলেন কয়েক দিন ধরে কাশিতে ভুগছিলেন সোহেল রানা।
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।