1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জমে উঠেছে ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের নির্বাচন বেশ জমে উঠেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশ নিচ্ছে। করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গতবছর সাদা দল নির্বাচন বর্জন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগপন্থী নীল দল।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন হওয়ার সৌভাগ্যবান সিঁড়ি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অতীত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে যারা নির্বাচন করে বিজয়ী হয়েছেন, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। শুধু ভিসি, প্রো-ভিসি নয়, অতীতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের নির্বাচনে প্যানেল বাছাইয়ে কৌশল অবলম্বন করেছে দুই দলই। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের জনপ্রিয় এবং গ্রহণযোগ্য শিক্ষকদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে। এর কারণ কার্জন হল ভিত্তিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা সচরাচর রাজনীতি বিমুখ। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এই অনুষদের শিক্ষকরা নিজেদের ভোট বাইরের কাউকে দেয় না। সব সময় বিজ্ঞান অনুষদের কেউ প্রার্থী হলে কার্জন হল ভিত্তিক শিক্ষকদের ভোট ব্যাংক তার দিকে যায়। তাই কার্জন হল ভিত্তিক শিক্ষকদের ভোট ব্যাংক আদায়ের লক্ষ্যে বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের অধিকাংশ প্রার্থীই বিজ্ঞান অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকদের থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদা দলের প্যানেলের সভাপতি পদ প্রার্থী ড. ইয়ারুল কবীর এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. আব্দুস সালাম দুইজনই বিজ্ঞান অনুষদের শিক্ষক।

নির্বাচনের সার্বিক বিষয়ে সাদা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. আব্দুস সালাম বলেন, আমরা বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছি। শিক্ষকদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি। আশা করি, আমরা শিক্ষকদের সাড়া পাবো।

সাদা দল প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইয়ারুল কবীর, সহ-সভাপতি পদে এই বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক অধ্যাপক আল আমিন, সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, দশটি সদস্য পদে ১. ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আশেকুল আলম রানা, ২. পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম , ৩. মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, ৪. সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, ৫. ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ৬. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, ৭. ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, ৮. ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ও স্যার পি.জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট ড.মোঃ মহিউদ্দিন, ৯. পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লুৎফুর রহমান এবং ১০. মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।

অপরদিকে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল প্যানেলে প্রায় সকল অনুষদের শিক্ষকদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী সমর্থক ছাত্রলীগের নেতা। তাছাড়া বামপন্থী শিক্ষকেরা কোন প্যানেল না দেওয়ায় বাম শিক্ষকদের ভোট আওয়ামীপন্থী শিক্ষকদের পক্ষে যাবে। তাই অনেকটা ফুরফুরে মেজাজে আছে নীল দলের শিক্ষকরা।

নির্বাচনের সার্বিক বিষয়ে নীল দলের সভাপতি প্রার্থী ডঃ মোঃ রহমত উল্লাহ বলেন, আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ধরে রাখা এবং শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা মনোযোগ দিব। একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের গবেষণাকাজে আমরা সহযোগিতা করব।

নীল দলের প্যানেলে আছেন যারা: সভাপতি পদে আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.সাবিতা রিজওয়ানা রহমান, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডঃ মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডঃ মোঃ আব্দুর রহিম, দশটি সদস্য পদে ১. টেলিভিশন ,ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষক ও বিজয় একাত্তর হলের সাবেক প্রভোস্ট প্রফেসর আবু জাফর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া, ২. পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ইসতিয়াক মঈন সৈয়দ, ৩. গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ৪. সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জিনাত হুদা, ৫. ফার্মেসি বিভাগের শিক্ষক ও চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ৬. ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমিন, ৭. বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল মঈন, ৮. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ নাসির উদ্দীন মুন্সী ৯. শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লাফিফা জামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

উল্লেখ্য, আগামীকাল ৩০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..