1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন, দাখিলে ৯ এবারও চমক দেখালো আরকে লাইসিয়াম স্কুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন শিক্ষার্থী। বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে আরকে লাইসিয়াম স্কুল। উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট শিক্ষার্থীর প্রায় ৭১ ভাগ জিপিএ-৫ অর্জন করেছে। গত বছর ৩৬ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছিল। অন্যদিকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।

এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে পাশ করেছে। পাশের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে দাখিল পরীক্ষায় পাশ করেছে ৫৬৩ জন। পাশের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। অপরদিকে কারিগরিতে ৮৮ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ। তবে কারিগরিতে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

জানা গেছে, এবারের এসএসসিতে বড়লেখার আরকে লাইসিয়াম স্কুলের ৫৯ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ১১ জন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের থেকে ৪ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১ জন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের ১ জন, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন ও চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে দাখিল পরীক্ষায় সুজাউল ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৩ জন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২ জন, চান্দগ্রাম এ,ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১ জন, ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার ২ জন ও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..