1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বছর পার হয়নি, ইন্টার মিলানে ফিরতে চান লুকাকু

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : চেলসিতে আসার বছর পার হয়নি, এ বছরের আগস্টের শুরুর দিকে ইন্টার মিলান থেকে ইংল্যান্ডের ক্লাবটিতে এসেছিলেন রোমেলু লুকাকু। এখনই ফিরতে চাইছেন তার সাবেক ক্লাব ইন্টার মিলানে।

চেলসিতে দলের কোচ থমাস টুখেলের পদ্ধতিতে সন্তুষ্ট নন লুকাকু। চেলসিতে আসার পর সব মিলিয়ে ১৮ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। অথচ ইন্টারে লুকাকুর পারফরম্যান্স ছিল ঈর্ষা জাগানিয়া। পদ্ধতির পার্থক্যের কারণে পারফরম্যান্সে ঘাটতি আসায় আবার ইন্টারে ফিরতে চাচ্ছেন তিনি। এ সম্পর্কে লুকাকু স্কাই স্পোর্টস ইতালিকে বলেন, ‘শারীরিকভাবে আমি ভালো আছি। কিন্তু আমি চেলসিতে এই পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই। টুখেল অন্য পদ্ধতিতে দলকে খেলানোর চেষ্টা করছেন। এখন আমার হাতে একটাই অপশন, হাল ছেড়ে দেওয়া এবং খেলোয়াড় হিসেবে চালিয়ে যাওয়া।’

লুকাকু যোগ করেন, ‘ইন্টার থেকে আমার প্রস্থান কোনোভাবেই উচিত হয়নি। সমর্থকদের জন্য আমি দুঃখিত। এটা সঠিক সময় ছিল না। মনের অন্তঃস্থল থেকে আশা করছি আবার ওখানে খেলতে পারব। আমি হৃদয় থেকে চাই সেখানে ফিরতে এবং সেটা ক্যারিয়ারের শেষ দিকে করতে চাই না। যখন আমি ভালো ফর্মে থাকব সে অবস্থায়ই ইন্টার মিলানে যেতে চাই।’

১২ আগস্ট দল বদলের সেই রেকর্ডকে ভেঙে দিয়ে ১১৫ মিলিয়ন ইউরোয় চেলসির সঙ্গে চুক্তি করেন লুকাকু। চেলসিতে এসে তিনি বলেন, ‘এখানে আমি ছোট এক শিশু হিসেবে এসেছিলাম। এসেছিলাম অনেক কিছু শিখতে। আবার আমি ফিরে এসেছি, এখন এসেছি অনেক অভিজ্ঞতা আর ম্যাচিউরিটি নিয়ে।’

প্রায় এক দশক আগে চেলসির আঙিনায় এসেছিলেন লুকাকু। অ্যান্ডারলেখট থেকে চেলসিতে এসে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ধারে খেলতে চলে যান ওয়েস্ট ব্রোম ও এভারটনে। পরে এভারটনের সঙ্গে স্থায়ীভাবে চুক্তিই করে ফেলেন তিনি। দ্বিতীয় মেয়াদে যখন লুকাকু চেলসিতে এলেন, তখন তিনি ছিলেন ফর্মের তুঙ্গে। গত মৌসুমেই ইন্টার মিলানকে লিগ শিরোপা জেতাতে ৩৪ ম্যাচে ২৪ গোল করেছিলেন তিনি।

চেলসিতে এসে লুকাকু পেছনে ফেলেন নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের সর্বমোট ট্রান্সফার মূল্যকে। পুরো ক্যারিয়ারে নেইমার দল বদলের পেছনে নিয়েছেন ৩১০ মিলিয়ন ইউরো। চেলসিতে আসায় লুকাকোর পেছনে সব মিলিয়ে খরচ হয় ৩২৮ মিলিয়ন ইউরো। স্পোর্টিং লিসবন ছাড়ার পর এখন পর্যন্ত ক্রিস্টিয়ারো রোনালদোর পেছনে খরচ হয়েছে ২৩০ মিলিয়ন ইউরো।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..