1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

২১ বলের মাথায় নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত

  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৫৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে মুমিনুল হকের দল ২১ বলের মাথায়ই সফলতার দেখা পেয়েছে। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটন দাস দুর্দান্ত এক ক্যাচ তালুতে নিলে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক টম লাথাম।

প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজের আগে ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৬৬ রান। কর্নওয়ে ৩৬ এবং ইয়াং ২৭ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। সফরকারীদের পক্ষে একমাত্র সাফল্যটি আসে শরিফুলের হাত ধরে।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস ভাগ্য কথা বলে লাল-সবুজের হয়ে। তবে নতুন বছরের শুরুতে ব্যাট হাতে নিতে চাইলেন না অধিনায়ক মুমিনুল হক, আমন্ত্রণ জানালেন প্রতিপক্ষকে। অধিনায়কের সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ দিতে যেন উঠেপড়ে লাগলেন তাসকিন-শরিফুল। তাতে সাফল্য আসল ইনিংসের চতুর্থ ওভারে। টম লাথামকে ফেরালেন বাঁহাতি তরুণ পেসার শরিফুল।

ফুল লেংথের বল খেলতে গিয়ে ইন সাইড এজ হয়ে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লাথাম। বাঁদিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ে দৃষ্টিনন্দন একটি ক্যাচ নেন লিটন। তাতে কেন উইলিয়ামসনের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলতে নামা লাথাম আউট হন ব্যক্তিগত ১ রান করে।

তাসকিন গতি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেন। উইকেটের দুই পাশেই সুইং করিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পরীক্ষা নেন শরিফুল। এতে খেই হারায় স্বাগতিকরা। টানা ৬ ওভার মেডেনের পর ইনিংসের ৪৬ নম্বর বলে দ্বিতীয় রানের দেখা পায় নিউজিল্যান্ড। এরপরের গল্পটা কর্নওয়ে এবং ইয়াংয়ের। ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে রানের প্যাডেলে পা রাখেন দুজন।

তাসকিন-শরিফুলকে খানিক বিশ্রাম দিয়ে এবাদত হোসেনকে নিয়ে আসেন অধিনায়ক মুমিনুল। তাতে লাভ হলো না। উল্টো রানের ঝাপি খুলে বসলেন এবাদত। বিরতির আগে মিরাজ ৩ ওভার হাত ঘোরালেও ব্রেক থ্রু এনে দিতে পারেননি। সব মিলিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৬ রান। কর্নওয়ে ৩৬ এবং ইয়াং ২৭ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..