সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : কয়েকবছর ধরেই ভারতের ক্রিকেটে আলোচনার খোরাক দিচ্ছে কোহলির সাথে রোহিতের দ্বন্দ্বের খবর। সম্প্রতি ওয়ানডে অধিনায়কের পদ থেকে কোহলিকে সরিয়ে রোহিতকে বসানোয় বিতর্ক ডানা মেলেছে। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক চেতন শর্মা অবশ্য সেসবকে পাত্তাই দিচ্ছেন না। দুই ক্রিকেটারের দ্বন্দ্বকে ভিত্তিহীন গুজব বলে হেসেই উড়িয়ে দিয়েছেন।
সাক্ষাৎকারে চেতন বলেছেন, ‘প্রায়ই আমি এ বিষয়ে কিছু সংবাদ দেখে হাসি। বিশ্বাস করুন তাদের দুজনেরই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজস্ব পরিকল্পনা রয়েছে। তাদের ভেতর সম্পর্কটা অসাধারণ। আমার কাছে তাদের সম্পর্কটা খুবই উপভোগ্য। কী দারুণভাবে তারা একটি দলকে পরিবারের মতো করে গড়ে তুলেছে।’
দ্বন্দ্বের কারণে রোহিত-বিরাট দুজনকেই বাদ দেয়ার পরিকল্পনা বোর্ডে আছে কিনা, এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেছেন, ‘কেন এমন সিদ্ধান্ত আমরা নেবো? এখানে পরিস্থিতি একদমই ঠিকঠাক। কল্পনাপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার মানে নেই। আমরাও সবাই ক্রিকেটারই ছিলাম, পরে নির্বাচক হয়েছি। আমরা বুঝতে পারি তাদের মধ্যে কোনো সমস্যাই নেই।’
এমন গুজব অনেক হতাশাজনকই বলেছেন চেতন। সকল বিতর্ক পেছনে ফেলে সেরা দল তৈরির দিকেই সবার মনোযোগ দেয়া উচিত বলে মত তার। কোহলিকে সরিয়ে নেয়ার বিষয়টি ওয়ানডে সিরিজের এতো আগে কেনো জানানো হয়েছে সে প্রসঙ্গেও বললেন তিনি।
‘আমরা আরও পরেই ঘোষণা করতে চেয়েছিলাম। আমরা টেস্ট সিরিজের মাঝে খেলোয়াড়দের বিরক্ত করতে চাইনি। চেয়েছি দুজনই যেন তাদের দায়িত্বটা বুঝে নেয়ার জন্য একটু সময় পান।’