সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৫০ ভাগ শিক্ষার্থীও হাতে পৌছে দেয়া হয়েছে নতুন বই।
আগামী তিন তারিখের মধ্যে শতভাগ বই বিতরণ সম্পন্ন হবে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আল সাদেক।
গতকাল শনিবার সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাইল হাওর পাড়ের পূর্ব শ্রীমঙ্গল এলাকায় অবস্থিত মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে দেখা যায় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। অনেক শিক্ষার্থী স্কুলেই বই খুলে এর গন্ধ শুকছেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া রাজন মিয়া নতুন বই পেয়ে মহা খুশি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারদিহা আক্তারসহ অনেকেই নতুন বই পেয়ে বইয়ের পাতা উল্টায়ে ঘ্রাণ নিচ্ছেন। ফারদিহা জানান, নতুন বই এর ঘ্রাণ নিতে তার খুব ভালো লাগে। এর আগে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তী। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার, সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহনাজ পারভীন , রুনা বেগম ও প্রীতি রাণী পাল।
এদিকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েও সকাল থেকে এক যোগে বই বিতরণ শুরু হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন জানান, তাদের শিক্ষার্থী অনুযায়ী ৪ লক্ষ ৭৯ হাজার ২৫২টি বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ৩০ ভাগ বই বিতরণ হয়েছে। সরকাররের নির্দেশনানুযায়ী স্বাস্থ্য বিধি মেনে আগামী ৩দিনের মধ্যে বিতরণ সম্পন্ন হবে।