শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে প্রায় এক হাজার বাড়িঘর আগুনে পুড়ে গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় একশ জন মানুষ।
সংবাদমাধ্যমগুলো বলছে, ১৬০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। দুর্গত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাজ্যটিতে।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে, খারাপ আবহাওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
বোল্ডার কাউন্টি শেরিফ জো পেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, একশ জন নিখোঁজ হওয়ার তালিকা এখনো তৈরি হয়নি।
কলোরাডোয় পূর্ববর্তী দাবানলগুলো হয়েছে গ্রামীণ অঞ্চলে। কিন্তু এবার শহরতলিতে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলে কেবল ঘরবাড়ি নয়, পুড়ে গেছে একটি শপিং কমপ্লেক্স এবং একটি হোটেলও।
এদিকে গোটা এলাকায় ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে প্রবাহিত হচ্ছে বাতাস। এতে দাবানল আরও ছড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বন্যপ্রাণী ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।