বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: দেশে মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪৯৪ জনের। আর এপ্রিলের ১০ দিনেই শনাক্ত হয়েছেন ৬১ হাজার ১৭৩ জন। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যের পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে শনাক্ত ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ এবং মৃত্যু ৯ হাজার ৬৬১ জন।
আর এখন পর্যন্ত সুস্থ পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। অর্থাৎ দেশে বর্তমানে করোনা সক্রিয় রোগী আছেন এক লাখ ১৬ হাজার ২২০ জন। এর মধ্যে গত এক সপ্তাহে (৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল) শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৪৪৮ জনের এবং সুস্থ হয়েছে ২২ হাজার ৬০৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের ১৩ তম সপ্তাহ (২৮ মার্চ থেকে ৩ এপ্রিল) থেকে ১৪ তম সপ্তাহে শনাক্ত বেড়েছে ২৬ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মৃত্যু বেড়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ।