বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। করোনার কিছু উপসর্গ থাকায় আগামী পাঁচ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে বিবৃতিতে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টগনের প্রধান।
অস্টিন জানিয়েছেন, তিনি করোনার দুই ডোজ টিকা নেওয়ার পর বুস্টারও নেন। ফলে শরীরের ভাইরাসের তীব্রতা অনেক কমিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আমি সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সবশেষ গত বছরের ২১ ডিসেম্বর তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এর এক সপ্তাহের পর করোনার লক্ষণ টের পান বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
করোনা শনাক্ত হলেও স্বাভাবিক আছেন উল্লেখ করে গুরুত্বপূর্ণ সব মিটিং ভার্চুয়ালে উপস্থিত থাকবেন বলে জানান।
যুক্তরাষ্ট্রজুড়ে করোনা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই তিনি আক্রান্ত হলেন। প্রতিরক্ষামন্ত্রী অস্টিন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত কিনা তা নিশ্চিত করা হয়নি।