1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

করোনা স্মার্টফোনেও থাকতে পারে

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৭০ বার পঠিত

করোনা মহামারিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরে থাকার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে না, স্মার্টফোন ব্যবহারের মাধ্যমেও করোনা ছড়াতে পারে। সারাদিন যে ফোন ব্যবহৃত হয় সেই ফোনেই যদি প্রাণঘাতী করোনাভাইরাস ঘাপটি মেরে থাকে তাহলে হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যাস করে লাভ কি? করোনা থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্যও সচেতনতা অবলম্বন করা উচিত।

যেভাবে পরিষ্কার করবেন স্মার্টফোন: ৭০ শতাংশ আইসোপ্রোপিল অ্যালকোহল রয়েছে এমন কিছু দিয়ে স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট পরিষ্কার করতে হবে। নিয়মিত তিনবার করে স্মার্টফোন বা অন্য গ্যাজেট পরিষ্কার করতে হবে। অ্যালকোহলের মাধ্যমে স্মার্টফোন পরিষ্কার করা ব্যয় সাপেক্ষ। তাই অ্যালকোহলের বদলে এক লিটার পানিতে ১০ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে নিতে পারেন। তারপর কাপড়ের সাহায্যে স্মার্টফোন পরিষ্কার করতে পারেন।

স্মার্টফোন পরিষ্কারের সময় যে বিষয়গুলো খেয়াল করবেন: সঠিক নিয়ম মেনে স্মার্টফোন পরিষ্কার করতে হবে। করোনা মহামারিতে স্মার্টফোন পরিষ্কার করাও সচেতনতার অংশ। স্মার্টফোন পরিষ্কারের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

১. পরিষ্কার করার জন্য কোনো তরল পদার্থ স্মার্টফোনে সরাসরি স্প্রে করা যাবে না। এতে স্মার্টফোন নষ্ট হতে পারে।

২. স্মার্টফোন বা অন্য কোনো গ্যাজেট পরিষ্কারের সময় কোথাও ডুবিয়ে রাখা যাবে না। এতে ব্যাটারির ক্ষতি হয়।

৩. স্মার্টফোন কোনোভাবেই ঘষামাজা করা যাবে না।

৪. পরিষ্কারের সময়ে স্মার্টফোনটি বন্ধ করে রাখুন। এতে স্মার্টফোনের ক্ষতি হবে না।

৫. স্মার্টফোন পরিষ্কারের সময় যেন চার্জার বা ডেটা ক্যাবল যুক্ত না থাকে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..