বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে বিশ্বজুড়ে ৪৫ সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এ তথ্য জানিয়েছে।
আইএফজে বলছে, তারা সাংবাদিক নিহত হওয়ার হিসাব রাখা শুরুর পর এ বছরে সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন।
আফগানিস্তানে সর্বোচ্চ ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর মেক্সিকোতে ৮, ভারতে ৪ ও পাকিস্তান ৩ জন সাংবাদিক নিহত হন। সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা কমলেও সাংবাদিকদের ওপর সহিংসতা তেমন কমেনি।
আইএফজে বলছে, লড়াই বা যুদ্ধক্ষেত্রে গিয়ে কাজ করা সাংবাদিকের সংখ্যা কমে যাওয়ায় সাম্প্রতিক বছরে সশস্ত্র সংঘাতে সাংবাদিক নিহত হওয়ার ঝুঁকি কমেছে।
আইএফজের মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার সাংবাদিক হত্যায় দায়ীদের বিচার নিশ্চিতে সাংবাদিকদের সুরক্ষায় জাতিসংঘের একটি কনভেনশনের প্রতি সংস্থাটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।