সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ভারত ১ম ইনিংস : ২০২/১০(৬৩.১ ওভারে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৫/১ (১৮.০ ওভারে)
(১ম দিন শেষে)
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ছড়ি ঘুরিয়েছে পেসাররা। টেস্টের প্রথম দিন পড়েছে ১১ উইকেট। রান উঠেছে মাত্র ২৩৭। দিনের শেষ সেশনে ৯১ রানে পড়েছে ৬ উইকেট।
প্রথম দিন পার করতে পারেনি ভারত। ২০২ রানে ইনিংস গুটিয়ে ফেলেছে ভারত। জবাব দিতে এসে দক্ষিণ আফ্রিকার স্কোর প্রথম দিন শেষে ৩৫/১। লিড নিতে এখনও তাদের দরকার ১৬৮ রান।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকার তিন পেসার রাবাদা (৩/৬৪), অলিভিয়েরা (৩/৬৪), মার্কো জানেসেনের (৩/৩১) বোলিংয়ে (৪/৩১) ভারত থেমেছে ২০২ রানে।
প্রথম উইকেট জুটির৩৬, ৪র্থ জুটির ৪২ এবং ৭ম জুটির ৪১ রান ছাড়া বলার মতো কোনো পার্টনারশিপ করতে পারেনি ভারত। ইনফর্ম লোকেশ রাহুলই শুধু হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন (১৩৩ বলে ৯ চার-এ ৫০)। লেট অর্ডারে অশ্বিন ৪৬ রান না করলে দুইশ’ পর্যন্ত স্কোর ওঠানো কঠিন হয়ে যেতো।